কম খরচে বেশি লাভ, সৌর বিদ্যুতের সেচ পাম্পে ঝুঁকছে কৃষক

২ সপ্তাহ আগে
ঠাকুরগাঁওয়ের কৃষকদের মাঝে দিনদিন জনপ্রিয় হচ্ছে সৌর বিদ্যুতের সেচ পাম্প। এতে অন্যান্য মাধ্যমের চেয়ে খরচ কমার পাশাপাশি উৎপাদন বৃদ্ধির কথা বলছেন চাষিরা।

জমির মাঝখানে বসানো হয়েছে সোলার প্যানেল। সৌর বিদ্যুতের মাধ্যমে সরাসরি মটরের মাধ্যমে গভীর নলকূপ থেকে উঠছে পানি। প্রযুক্তিগত উন্নয়নের সুবিধা নিয়ে এভাবেই ঠাকুরগাঁও জেলার প্রান্তিক কৃষকরা এখন কৃষিক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করছেন।

 

চলতি বোরো মৌসুমে একরের পর একর জমিতে সেচ দিচ্ছেন তারা। এতে ভোগান্তির পাশাপাশি যেমনিভাবে খরচ কমেছে, একইভাবে কম কার্বন নির্গত হওয়ায় রক্ষা পাচ্ছে পরিবেশ।

 

চাষিরা জানান, ডিজেল চালিত সেচ পাম্পে খরচ বেশি হওয়ায় টাকার অভাবে অনেক সময় সেচ বন্ধ রাখতে হয়। এছাড়া, বিদ্যুৎ চালিত পাম্পেও পড়তে হয় লোডশেডিং ঝামেলায়। এক বিঘা জমিতে ডিজেল ও বিদ্যুৎ চালিত সেচ পাম্পে ৪ হাজার টাকা খরচ হলেও সোলারে খরচ হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা।

 

আরও পড়ুন: সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি

 

কৃষকদের সৌর বিদ্যুতের সেচ পাম্পে আগ্রহী করতে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

 

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, সোলার সিস্টেমে যেসব মেশিন চলছে, সেগুলোতে ডিজেল বা বিদ্যুতের তুলনায় খরচ অর্ধেক লাগছে। ফলে কম খরচে উৎপাদন বাড়ায় কৃষক লাভবান হচ্ছে।

 

কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর বর্তমানে ২৮৪ টি সোলার প্যানেল পাম্পের মাধ্যমে ৯৯৫ হেক্টর জমিতে সেচ সুবিধা পাচ্ছেন কৃষকরা।

]]>
সম্পূর্ণ পড়ুন