অনেকে জানতে চান, কবরে খেজুর ডাল পুঁতে দেয়া, ইসলাম কী বলে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কবরে খেজুর গাছের ডাল পুঁতে দেয়া নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আমল দ্বারা প্রমাণিত। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে,
একদা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরে আজাব হচ্ছে জানতে পেরে একটি খেজুর গাছের ডালকে দুই টুকরা করে কবর দুটিতে গেড়ে দেন। (বুখারি : ১/১৮২)
আরেক বর্ণনায় আছে, বুরাইদা আসলামী (রা.) মৃত্যুর পূর্বে অসিয়ত করে যান, যেন তার কবরে খেজুর গাছের দুটি ডাল গেড়ে দেয়া হয়। (বুখারি : ১/১৮১)
আরও পড়ুন: নবীজি (সা.)-এর মা-বাবার যেভাবে বিয়ে হয়েছিল
এসব বর্ণনা দ্বারা কবরে খেজুর বা অন্য কোনো গাছের ডাল গেড়ে দেয়ার বিষয়টি প্রমাণিত হয়। তাই কেউ চাইলে মৃত ব্যক্তিকে মাটি দেয়ার পর কবরের উপর এক দুটি ডাল গেড়ে দিতে পারে। (তুহফাতুল মুহতাজ ৪/১৯০; ফাতহুল কাদীর ২/১০২; আলবাহরুর রায়েক ২/১৯৪; রদ্দুল মুহতার ২/২৪৫)
তবে কারো কারো মতে কবরে ডাল পুঁতে দেয়ার বিষয়টি নবীজি সল্লাল্লাহু আলাই সাল্লাম-এর সাথে খাস ছিল, অন্যরা তা করলে কোনো ফায়দা হবে না।
আরও পড়ুন: নবীজির আকিকা যেভাবে আদায় করা হয়
প্রসঙ্গত, কেউ যদি কবরে ডাল পুঁতে দেয়, তাহলে এক্ষেত্রে তাকে যেমনিভাবে নিষেধ করা বা বিদয়াত বলার কোনো সুযোগ নেই; কেননা তা হাদিসে বর্ণিত হয়েছে। ঠিক তেমনিভাবে কেউ যদি কবরের ডাল না পুঁতে এবং তা নবীজি সল্লাল্লাহু আলাই সালাম-এর সঙ্গে খাস হওয়ার ব্যাখ্যাকে গ্রহণ করে, তা হতে বিরত থাকে তা নিয়েও বাড়াবাড়ি করা ঠিক হবে না ।