বাজে আবহাওয়ার কারণে ব্রিসবেন টেস্টের প্রথম দিনে মাত্র ১৩.২ ওভার খেলা হয়েছিল। আজ রোববার দ্বিতীয় দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ১৫২ এবং স্টিভ স্মিথ ১০১ রান করে আউট হয়েছেন।
অজিদের দাপটের দিনেও বুমরাহ ২৫ ওভার বল করে মাত্র ৭২ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। দুই সেঞ্চুরিয়ান হেড ও স্মিথকে তো ফিরিয়েছেনই, টপ ও মিডল অর্ডারের একমাত্র মার্নাস লাবুশেন বাদে সবাইকে নিজের শিকারে পরিণত করেন বুমরাহ।
আরও পড়ুন: ১৮ মাস পর সেঞ্চুরি হাঁকিয়েই রেকর্ড স্মিথের
গ্যাবায় ৫ উইকেট শিকার করে রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছেন বুমরাহ। এশিয়ার বাইরের চার দেশ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডে এই নিয়ে অষ্টমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন এই ৩১ বছর বয়সী। প্রথম ভারতীয় বোলার হিসেবে এই চার দেশে অষ্টমবারের মতো টেস্টের এক ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন তিনি। সেই সঙ্গে পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি পেসার কপিল দেবকে।
কপিল দেব ১৩১ টেস্টের ক্যারিয়ারে ৭ বার এমন কীর্তি গড়লেও বুমরাহর তাকে ছাড়িয়ে যেতে খেলতে হয়েছে মাত্র ৪৩ টেস্ট।
এশিয়ার বাইরে সব মিলিয়ে টেস্টে ১০বার ৫ উইকেট শিকার করেছেন বুমরাহ। ৯বার ৫ উইকেট শিকার করে তার পেছনে কপিল দেব।
আরও পড়ুন: আকবর-তানবিরের ব্যাটে রাজশাহীকে হারালো রংপুর
একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় সর্বোচ্চ ইনিংসে ৫ উইকেট নেয়ার কীর্তিও বুমরাহর। ৯বার ৫ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন তিনি। রবিচন্দ্রন অশ্বিন (১১) এবং নাথান লায়ন (১০) তাদের ওপরে আছেন।
২০২৪ সালে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারিও বুমরাহ। ২০ টেস্টে ৭৩ উইকেট শিকার করেছেন তিনি।