কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া সেই জয় সাহা গ্রেফতার

২ দিন আগে
বরিশালে কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া আসামি জয় সাহাকে (৩০) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। একই সময়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ) রাত ৮টার দিকে গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান । 

 

গত ২২ সেপ্টেম্বর রাতের খাবার দেয়ার জন্য হাজতখানা থেকে জয় সাহাকে বের করা হয়। তখন কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায় সে। 

 

অন্য গ্রেফতারকৃতরা হলেন, আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক, মনসুর আলী খান ও ছাত্রলীগ নেতা মিরাজ সিকদার। 

 

আরও পড়ুন: নিজ বাড়ি থেকে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

 

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে শহরের বগুড়া রোডের সদর গার্লস স্কুলের সামনে থেকে লস্কর নুরুল হক, ১০নং ওয়ার্ড থেকে মিরাজ সিকদার ও সাগরদী দরগা বাড়ির ইসলাম পাড়ার নিজ বাসার সামনে থেকে মনসুর আলী খানকে গ্রেফতার করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন