কনস্টেবল পদে ঘুষের বিনিময়ে চাকরির আশ্বাস, গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
পুলিশ কনস্টেবল পদে ঘুষের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বরগুনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) ঢাকা ও বেতাগীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বেতাগী থানা পুলিশ।


মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম।


গ্রেফতার ওই দুই প্রতারকের নাম সৈয়দ আহমেদ প্রিন্স ও মনির হোসেন খান। তাদের বাড়ি বেতাগী উপজেলায়।


পুলিশ জানায়, ২০২৪ সালে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ইব্রাহিম নামের এক চাকরি প্রার্থীকে ঘুষের বিনিময়ে নিয়োগের আশ্বাস দেন প্রিন্স ও মনির। এজন্য তাদের মধ্যে ৬ লাখ টাকা চুক্তি হয়। পরে বিভিন্ন মাধ্যমে চাকরিপ্রার্থী ইব্রাহিমের কাছ থেকে মনির ও প্রিন্স তিন লাখ টাকা হাতিয়ে নেন। বিষয়টি প্রতারণা নিশ্চিত হয়ে ইব্রাহিম পুলিশে অভিযোগ করেন। পরে ইব্রাহিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মনির ও প্রিন্সকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় এক লাখ টাকা উদ্ধার করা হয়।


আরও পড়ুন: ছিনতাইকারীদের ছুরিকাঘাতেও হার মানেননি কনস্টেবল মোস্তাক


এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ঘুষের মাধ্যমে পুলিশে চাকরি পাওয়া সম্ভব নয়। তারপরও প্রতারক চক্রটি সহজ সরল প্রার্থীদের বিভিন্নভাবে আকৃষ্ট করে ঘুষের মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়া নেয়। ভুক্তভোগী একজনের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা তাদের দুইজনকে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন