শুরুটা হয়েছিল মেলবোর্ন টেস্ট থেকে। নাথান ম্যাকসুইনির বদলে ডাক পাওয়া কনস্টাস অভিষেক ইনিংস খেলতে নেমেই এই সময়ের শ্রেষ্ঠ পেসার জাসপ্রিত বুমরাহর ওপর দিয়ে তাণ্ডব চালান। এক ওভারে ১৪ রান তোলার পর বুমরাহকে রেকর্ড লজ্জা দিয়ে পরে তুলেন ১৮ রানও। ওই ম্যাচে কোহলি কনস্টাসকে অনেকটা ইচ্ছে করে ধাক্কা দেন।
অভিষেক ইনিংসে ৬০ রান করেছিলেন কনস্টাস। এরপর অবশ্য তার ব্যাট সেভাবে হাসছে না। মেলবোর্নে দ্বিতীয় ইনিংসে ৮ রান করার পর সিডনিতে প্রথম ইনিংসে ঘরের ছেলে করেছেন ২৩। ব্যাটে ধারাবাহিকতা না থাকলেও ভারতীয়দের সঙ্গে তার ‘বাদানুবাদ’ চলছেই। যেমন ওই উসমান খাজা আউট হওয়ার পর হলো। তরুণ কনস্টাসের দিক বিবেচনায় ব্যাপারটাকে ভালো চোখে দেখছেন না অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
আরও পড়ুন: বুমরাহর বিরুদ্ধে স্যান্ডপেপার কেলেঙ্কারির সন্দেহের তির
ম্যাকডোনাল্ড বলেন, ‘কনস্টাসের সঙ্গে আমার কথা হলো সে ঠিক আছে কি না। পরিস্কারভাবে, ভারত যেভাবে উদ্যাপন করল, সেটা ওকে ভয় দেখানোর জন্যই। এটা স্পষ্টভাবে খেলার আইন, নিয়ম ও বিধান বিরোধী। কিন্তু কারো কোনো কোনো শাস্তি হলো না।’
জাসপ্রিত বুমরাহদের শাস্তি না হলেও ম্যাকডোনাল্ড অন্যায় হয়নি ভেবে বসে থাকছেন না। তিনি বিষয়টি আইসিসির কাছে তুলবেন, কথা বলবেন ম্যাচ রেফারির সঙ্গেও। ম্যাকডোনাল্ড বলেন, ‘আমি এটা আইসিসিকে জানাব। এবং অবশ্যই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেও।’