কনসার্টের আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত বিসিবির

২ সপ্তাহ আগে
অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল (সোমবার) রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রীতি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডও এই শোক পালন করবে।

রাষ্ট্রীয় শোক হওয়ায় আগামীকাল বিসিবির সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শোক পালন করা হবে খেলার মাঠেও।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরকে সামনে রেখে আগামীকাল একটি কনসার্ট আয়োজিত হওয়ার কথা রয়েছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। অনুষ্ঠানটি শুরু হওয়ার আগে এক মিনিটের নীরবতা পালন করবেন উপস্থিত দর্শক এবং কলাকুশলীরা।

 

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে

 

গত ২০ ডিসেম্বর উপদেষ্টা এ এফ হাসান আরিফ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

]]>
সম্পূর্ণ পড়ুন