কনসার্টে গায়ক রুবি পেরেজসহ ১১৩ জনের মৃত্যু!

১ সপ্তাহে আগে
ল্যাটিন আমেরিকার জনপ্রিয় গায়ক রুবি পেরেজ মারা গেছেন। ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে জনপ্রিয় একটি নাইটক্লাবে কনসার্ট চলার মাঝপথে ভবনের ছাদ ধসে পড়লে গায়কসহ ১১৩ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) জেট সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। ভক্তরা বিমোহিত ছিল তার সুরের মুর্ছনায়।

 

ছাদ ধসে পড়া জেট সেট নাইট ক্লাব (মাঝে)। ছবি: সংগৃহীত

 

ক্লাবে ৭০০ জন বসার এবং প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে থাকার ব্যবস্থা ছিল। কনসার্ট থাকায় ওইদিন ক্লাবে ছিল দর্শক ও ভক্তের ভিড়। কনসার্ট চলার এক পর্যায় হঠাৎই ধসে পড়ে ক্লাবের ছাদ।

 

 প্রায় ৪০০ জন উদ্ধারকর্মীর টিম চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত

 

জানা যায়, স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান গায়ক রুবি। নিহতদের তালিকায় দেশটির এক পৌরসভার গভর্নরও রয়েছেন। গভর্নর, গায়কসহ এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১৩ জন। এ সংখ্যা আরও ছাড়াতে পারে বলে মনে করছেন উদ্ধারকর্মীরা।

 

আরও পড়ুন: ঢাকায় আসছেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ

 

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ধসে পড়া ছাদের নিচে এ মুহূর্তে চাপা পড়ে রয়েছে শত শত মানুষ। প্রায় ৪০০ জন উদ্ধারকর্মীর টিম চাপা পড়া মানুষদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংস্কৃতিক জগতে এমন বিপর্যয়ে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।

 

আরও পড়ুন: যৌন হেনস্তায় শাস্তি, কারাদণ্ড ৮০ বছর বয়সী অভিনেতার

 

প্রসঙ্গত, ল্যাটিন আমেরিকার বৃহত্তম দেশ ডোমিনিকান রিপাবলিকে জেট সেট একটি জনপ্রিয় নাইট ক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থাকেন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রের জনপ্রিয় তারকারা।

 

 

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন