কনকনে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

তাপমাত্রা একটু বাড়লেও জনজীবনে ঠান্ডা অনুভূত হচ্ছে। হাড় কাপানো কনকনে শীতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। ঠান্ডা বাতাস জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা কমেছে। শুক্রবার চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।


তিনি আরও বলেন, তাপমাত্রা আরও কমতে পারে। হিম বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।


আরও পড়ুন: শৈত্যপ্রবাহ: কুয়াশা ও শীতে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত


শীত থেকে রক্ষা পেতে মানুষ খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছে। ছিন্নমূল মানুষগুলো শীতে বেশি কষ্ট পাচ্ছেন। সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম। শীতের কারণে মানুষ ঘর থেকে কম বের হচ্ছেন। সড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম।

]]>
সম্পূর্ণ পড়ুন