বুলাওয়েতে বৃহস্পতিবার (৩১ জুলাই) দ্বিতীয় দিনে ৩০৭ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড। তাতে ১৫৮ রানের লিড পায় কিউইরা। দ্বিতীয় ইনিংসে নেমে দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৩১ রান। এখনও তারা ১২৭ রানে পিছিয়ে রয়েছে।
দারুণ শুরু পাওয়া নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের প্রথম বলেই উইকেট হারায়। মুজারাবানির বলে ৪১ রানে আউট হন উইল ইয়ং। এরপর হেনরি নিকোলসকে নিয়ে ৬৬ রানের জুটি গড়েন কনওয়ে। এরপর ৪২ রানের মধ্যে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৭০ বলে ৮৮ রান করে আউট হন ডেভন কনওয়ে।
একদিকে উইকেট হারাতে থাকে কিউইরা, অপরদিকে থিতু হয়ে ব্যাট করতে থাকেন ড্যারেল মিচেল। তার ব্যাটেই বড় লিড পায় নিউজিল্যান্ড। কারণ, অন্য ব্যাটাররা বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারছিল না। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ৩০ বলে ১৯ রানের ইনিংস খেলেন। আর রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরার আগে নাথান স্মিথ খেলেছেন ৭৯ বলে ২২ রানের ইনিংস।
আরও পড়ুন: ভারতের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান করা গিলকে একাধিক রেকর্ড ডাকছে
মনে হচ্ছিল শতকের দেখা পাবেন মিচেল। তবে সেটা আর হয়নি। ১১৯ বল খেলে ৮০ রান করে নিউম্যান নিয়ামহুরির বলে বোল্ড হয়ে ফেরেন মিচেল। আর তাতেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। জিম্বাবুয়ের হয়ে ৩ উইকেট পেয়েছেন ব্লেসিং মুজারাবানি।
দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে ৩১ রানেই দুই ওপেনারকে হারিয়েছে জিম্বাবুয়ে। দিন শেষে নিক ওয়েলচ ২ এবং ভিনসেন্ট মাসেকেসা কোনো রান না করে অপরাজিত আছেন।