ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় দুই মাস পর দলে ফিরেছেন কেন উইলিয়ামসন। চোট থেকে ফিরে এসেছেন, প্রথম ম্যাচ দেখে সেটা কেউ বুঝতেই পারবে না। ফিরেই ৯৩ ও ৬১ রানের দুটি ইনিংস খেলেন সাবেক দলপতি। দ্বিতীয় ম্যাচে করেন ৩৭ ও ৪। দুটি ম্যাচেই নিউজিল্যান্ড হেরে যায়। উইলিয়ামসন ফেরাতেই ছাঁটাই হন ইয়ং। ডেভন কনওয়ের সৌজন্যে তার ভাগ্য আবার খুলেছে।
২০২২- এ বিয়ে করা কনওয়ের স্ত্রী কিম ওয়াটসন প্রথম সন্তানসম্ভবা। এ কারণে কিউই ওপেনার জাতীয় দল থেকে ছুটি চেয়েছিলেন। পরিবারকে অগ্রাধিকার দিয়ে নিউজিল্যান্ড ছুটির আবেদন মঞ্জুর করেছে। কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘এই রকম পরিস্থিতিতে পরিবার সবার আগে। আমরা ডেভ ও কিমের কাছ থেকে সুসংবাদ শোনার জন্য উত্তেজিত।’
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে ভারতের অবনতি
ঘরোয়া ক্রিকেট কিংবা আন্তর্জাতিক অঙ্গন, কনওয়ে পুনে টেস্টের পর থেকেই বড় ইনিংস খেলতে পারছেন না। ভারতের বিপক্ষে পুনে টেস্টের প্রথম ইনিংসে ৭৬ রান করেছিলেন। এরপর তার ইনিংসগুলো যথাক্রমে ১৭, ৪, ২২, ৩৬, ২৮, ২, ৮, ১১ ও ০। অনেকটা কনওয়ের মতোই অবস্থা নিউজিল্যান্ডের অধিকাংশের। তার প্রমাণ তো এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারা। ঘুরে দাঁড়াতে ইয়ংয়ের পাশাপাশি নিউজিল্যান্ড দলে নিয়েছে মার্ক চাপম্যানকে। ইয়ং ভারত সিরিজে করেছিলেন ২৪৪, শীর্ষ সংগ্রাহকের তালিকায় তিনে থাকলেও দুটি হাফসেঞ্চুরিসহ তার ইনিংসগুলো ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
আর মার্ক চাপম্যান সম্প্রতি প্লাঙ্কেট শিল্ডে ক্যান্টারবারির বিপক্ষে ২৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। তার অন্তর্ভুক্তি ইংল্যান্ডের বিপক্ষে ভালো কিছু বয়ে নিয়ে আসবে বলেই আশাবাদী নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ড স্কোয়াড
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, ড্যারেল মিচেল, উইল ও’রোরকে, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, টিম সাউদি, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
]]>