একজন বোলার তার ক্যারিয়ারে একবারও হ্যাটট্রিক করার সুযোগ পান না। তবে ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল বাংলাদেশের বিপক্ষে সেই হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। তবে স্লিপে ওঠা সহজ ক্যাচটি ছেড়ে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ক্যাচ ছেড়ে সঙ্গে সঙ্গেই মাটিতে অনেকবার আঘাত করেন রোহিত। নিজের উপর ক্ষুব্ধ হয়েই এমনটা করেন তিনি। এরপর অক্ষরের কাছে হাত জড়ো করে মাফও চান রোহিত শর্মা।
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর রোহিত বলেছিলেন, তার সেই ভুলের জন্য তিনি অক্ষর প্যাটেলকে ডিনার করাবেন। বিষয়টি নতুন করে সামনে আসে পাকিস্তানের ভরাডুবির পর। মহারণের আগে রোহিত তার সতীর্থ শ্রেয়াস আইয়ারের সঙ্গে নৈশভোজে যান। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে অক্ষরের কাছে জানতে চাওয়া হয়, অধিনায়ক কথা রেখেছেন কিনা।
আরও পড়ুন: পাকিস্তানের পারফরম্যান্সে ক্ষুব্ধ ইমরান খান
ভারতের তরুণ তারকা স্পিনার তখন অনুযোগ করে জানান, এখনও রোহিত কথা রাখেননি। অক্ষর বলেছেন, ‘আমাদের এখন ছয়দিন বিরতি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠে গিয়েছি। এবার জিজ্ঞেস করার সুযোগ পাব, আমাকে কবে খাওয়াতে নিয়ে যাবে।’
অক্ষরের সঙ্গে রোহিতের সেই ডিনার নাইট এখনও আসেনি। তবে এক ম্যাচ হাতে রেখেই ভারত নিশ্চিত করে বসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল। ট্রফির মিশনে তারা হারিয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে। ২ মার্চ দুবাইয়ে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তার আগে এই ছুটিতে হয়ত কোনো একদিন কথা রাখতেও পারেন ভারতের অধিনায়ক। অক্ষর যে ডিনারের জন্য অধীর আগ্রহে।