কঠোর নিরাপত্তায় সিলেটে মহাসপ্তমী উদ্‌যাপন

২ দিন আগে
উৎসবমুখর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সিলেটসহ সারা দেশে উদ্‌যাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে পূজামণ্ডপগুলোতে ভক্তদের ভিড় বাড়তে থাকায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।


মহাষষ্ঠীর মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূলত আজ থেকেই দেবী দুর্গার মূল পূজা শুরু হয়েছে। এই শুভ তিথিতে দেবীর অন্নভোগ দেয়া হয় এবং আজ থেকেই দেবী দুর্গা দশ হাতে সকল অমঙ্গল ও অশুভ শক্তিকে দমন করার জন্য জাগ্রত হয়েছেন বলে বিশ্বাস করা হয়।


সিলেট নগরীর বিভিন্ন মণ্ডপে সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে নবপত্রিকা স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্যদিয়ে দেবীর আরাধনা শুরু হয়। প্রতিটি মণ্ডপেই মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির সুরের সঙ্গে ভক্তদের ভিড় দেখা যায়। নগরীর রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই ভক্তদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ভক্তরা দেবীর চরণে অঞ্জলি ও পূজা-অর্চনা নিবেদন করেন।
 

আরও পড়ুন: পূজায় সারা দেশে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: র‍্যাব ডিজি


পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব ও পুলিশ। র‌্যাব-৯-এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানান, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটসহ সারা দেশে র‍্যাবের নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে পূজার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।


এ বছর সিলেট মহানগরে ১৬২টি এবং জেলায় ৪৫৬টি মণ্ডপসহ মোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়াও সীমান্তবর্তী মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন