কঠিন পরীক্ষায় বাংলাদেশ, একই গ্রুপে ভারত-পাকিস্তান

২ সপ্তাহ আগে
১৪ নভেম্বর কাতারের দোহায় শুরু হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) রাইজিং স্টারস টি-টোয়েন্টি টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ওমানের মুখোমুখি হবে পাকিস্তান।

পূর্বে এসিসি এমার্জিং এশিয়া কাপ নামে পরিচিত টুর্নামেন্টটিই এবার নতুন নামে ও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নেবে আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার 'এ' দলগুলো। সেই সঙ্গে তিন সহযোগী সদস্য দেশ হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত খেলবে তাদের মূল দল নিয়ে।


শুক্রবার (৩১ অক্টোবর) আয়জকরা এই টুর্নামেন্টের গ্রুপ ঘোষণা করেছে। গ্রুপ 'এ' তে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কাকে। অন্যদিকে গ্রুপ 'বি'তে ভারত ও পাকিস্তানের সঙ্গী হিসেবে আছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত।


আরও পড়ুন: ২০২৭ পর্যন্ত টাইগারদের টেস্ট অধিনায়ক শান্ত


১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, সেমিফাইনাল হবে ২১ নভেম্বর, আর ফাইনাল ২৩ নভেম্বর। টুর্নামেন্টের মূল আকর্ষণ 'ভারত বনাম পাকিস্তান' ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর। গত সেপ্টেম্বরে সিনিয়রদের এশিয়া কাপের পর প্রথমবারের মতো পুরুষদের ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যদিও চলতি মাসে অনুষ্ঠিত নারীদের ওয়ানডে বিশ্বকাপে এরই মধ্যে একে অপরের বিপক্ষে খেলেছে তারা।


সিনিয়র এশিয়া কাপে দুই দেশের পুরুষ দলের মধ্যে সৌজন্য বিনিময়ের কোনো আনুষ্ঠানিকতা দেখা যায়নি, এমনকি ভারতীয়রা করমর্দনও করেনি। সেই টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হলেও এক অদ্ভুত ঘটনার জন্ম দেয় তারা। টুর্নামেন্ট শেষে ভারতীয় দল বিজয়ীর ট্রফি গ্রহণ না করেই দুবাই ত্যাগ করে। জানা যায়, তারা এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করেছে। নাকভি এসিসির চেয়ারম্যান হওয়ার পাশাপাশি পাকিস্তানের সংসদ সদস্য ও পিসিবির চেয়ারম্যানও।


আরও পড়ুন: ইনজুরিতে শরিফুলও, সোহানের চোট কতটা গুরুতর


এমার্জিং টিমস টুর্নামেন্টটি শুরু হয় ২০১৩ সালে। এখন পর্যন্ত এর ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছে। শুরুতে এটি ছিল অনূর্ধ্ব–২৩ প্রতিযোগিতা, পরে এটি ‘এ’ দলগুলোর টুর্নামেন্টে রূপ নেয়।


এ পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কা দু’বার করে, আর ভারত ও আফগানিস্তান একবার করে শিরোপা জিতেছে। সবশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালে ওমানে, যেখানে আফগানিস্তান ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


এসিসি রাইজিং স্টারস টুর্নামেন্টের ফিক্সচার:

১৪ নভেম্বর: ওমান বনাম পাকিস্তান

১৪ নভেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত

১৫ নভেম্বর: বাংলাদেশ বনাম হংকং

১৫ নভেম্বর: আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা

১৬ নভেম্বর: ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত

১৬ নভেম্বর: ভারত-পাকিস্তান

১৭ নভেম্বর: হংকং বনাম শ্রীলঙ্কা

১৭ নভেম্বর: আফগানিস্তান বনাম বাংলাদেশ

১৮ নভেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত

১৮ নভেম্বর: ভারত বনাম ওমান

১৯ নভেম্বর: আফগানিস্তান বনাম হংকং

১৯ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২১ নভেম্বর: সেমিফাইনাল: এ১ বনাম বি২; বি১ বনাম এ২

২৩ নভেম্বর: ফাইনাল

]]>
সম্পূর্ণ পড়ুন