এক বিচিত্র সৌন্দর্যে শোভিত হয়ে ওঠে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ ও পাশের লাগোয়া পাকা-আধাপাকা এবং কাঁচা সড়ক।
‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এ স্লোগানে কচুয়ার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে স্কুল প্রাঙ্গণ হয়ে ওঠে মহামিলনমেলায়। আনন্দ উচ্ছ্বাস আর গল্পে মন্থন হয় ছেলেবেলা। গেল ৭৫ বছর বয়সে আর কখনো এভাবে প্রাণচঞ্চল হয়ে উঠেনি এ বিদ্যাপীঠ।
আরও পড়ুন: গৌরনদীতে শতবছরের বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে উৎসবের আমেজ
বিগত ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়ার সবচেয়ে পুরনো এই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন দরবেশগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিক উল্ল্যাহ। তারপর প্রতিষ্ঠাতা শাহ সূফী আবদুল করিম দরবেশের প্রতি কৃতজ্ঞতা ও স্কুলটির সাথে সংশ্লিষ্ট প্রয়াতদের স্মরণ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ ও মাঞ্জুমা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কচুয়ায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক প্রফেসর আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ফ্যাসিবাদী আ.লীগের পুনর্বাসন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না: জামায়াত নেতা
অনুষ্ঠানে উপস্থিত হন সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা। যাঁরা এই বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছিলেন। দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং আয়োজক কমিটির সদস্য কবি ও সাহিত্যিক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘২৩ বছর পর এখানে এসে মনে হচ্ছে- সেই দূরন্ত শৈশবে ফিরে গেছি।’ অনেক বছর পর এমন আয়োজনে যাঁরা যেভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।