রোববার (৫ জানুয়ারি) রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী। সেই নদীর শ্রীরায়ের চর সেতুর নিচে কচুরিপানার মধ্যে সন্ধান মেলে এই মরদেহ। এলাকার লোকজনের দেয়া তথ্যের ভিত্তিতে নৌ পুলিশ বেলতলীতে কর্মরত উপপরিদর্শক মিঠুন বালা ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: মুগদায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
মোশফিকুর রহমান আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা যায়, কোমরের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অজ্ঞাত পরিচয়ের ওই যুবকের বয়স আনুমানিক ৩২ বছর।
এদিকে, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত হতভাগ্য ওই যুবকের কোনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কবে কখন সেতুর নিচে পড়ে থাকে, তা রোববার সন্ধ্যায় উদ্ধারের আগ পর্যন্ত কেউ জানাতে পারেনি।
এই ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
]]>