কঙ্গোয় রানওয়ে থেকে ছিটকে পড়লো মন্ত্রীর বিমান!

১ সপ্তাহে আগে
কঙ্গো প্রজাতন্ত্র বা ডিআর কঙ্গোতে বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী বিমান। ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর বিবিসির।

প্রতিবেদন মতে, গত সোমবার (১৭ নভেম্বর) কঙ্গোর লুয়ালাবা প্রদেশের রাজধানী কলওয়েজিতে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি দেশটির খনি বিষয়ক মন্ত্রী লুইস ওয়াতুম কাবাম্বাসহ একটি প্রতিনিধি দল বহন করছিল।

 

গত শনিবার এই লুয়ালাবা প্রদেশে একটি তামার খনিতে একটা সেতু ধ্বসে পড়ে। এতে অন্তত ৩২ জন নিহত হয়। দলবলসহ খনি পরিদর্শনে যাচ্ছিলেন খনিমন্ত্রী লুইস ওয়াতুম। বিমানটি স্থানীয় সময় প্রায় ১১:০০ টায় কলওয়েজি বিমানবন্দরে পৌঁছায়।

 

তবে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং এরপরই এতে আগুন ধরে যায়। তবে মন্ত্রী ও প্রতিনিধি দল বিমান থেকে বের হতে সক্ষম হন। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, মন্ত্রী ও তার সফরসঙ্গীরা অক্ষত রয়েছেন।

 

আরও পড়ুন: সুদান সংকট / আল-ফাশির শহর থেকে পালানো দশ হাজার মানুষের খোঁজ নেই: জাতিসংঘ

 

দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিমানের ভেতরে থাকা একজন যাত্রীর করা ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানটি পূর্বদিক থেকে অবতরণ করছে।

 

আরেকটি ক্লিপে দেখা যায়, লোকজনকে দ্রুত বিমান থেকে বের হতে তাগাদা দেয়া হচ্ছে। তারা যতক্ষণে বের হয়েছেন ততক্ষণে বিমানটির এক অংশে পুরোপুরি আগুন ধরে গিয়েছিল।

 

এছাড়া দূর থেকে ধারণ করা আরেক ভিডিওতে দেখা যাচ্ছে, দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন নেভানো যায়নি। পুরো বিমানটি পুড়ে যায়। 

 

আরও পড়ুন: লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার

]]>
সম্পূর্ণ পড়ুন