স্থানীয়রা জানায়, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় দুপুরে খেলাধুলার একপর্যায়ে মসজিদের পুকুরে পড়ে যায় ৭ বছর বয়সী শিশু সাফওয়া মোহাম্মদ রাওজাত। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার পরিদর্শক মঞ্জুরুল হক বলেন, ঘটনার সময় শিশুটি আশপাশের অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়।
আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে ভেসে উঠল শিক্ষার্থীর মরদেহ
অপরদিকে, বিকেল ৫টার দিকে কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসমাঈল হাজিরপাড়ায় ৫ বছর বয়সী ওয়াসিব, পিতা নাসির উদ্দিনের ছেলে, বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবার ও স্থানীয়রা জানায়, অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিবকে মৃত ঘোষণা করেন।