সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ওই চালক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কিসমত আলী পাড়ার বাসিন্দা মো. ইসমাইলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ডুলাহাজারা বাজার থেকে শরিফ উল্লাহ অটোরিকশা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তার অটোরিকশাটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মিনি ড্রাম ট্রাক চাপা দিলে মারাত্মকভাবে আহত হন অটোরিকশা চালক শরিফ উল্লাহ। এসময় স্থানীয় লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা ৭টার দিকে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আরও পড়ুন: সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, ২ যুবক নিহত
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মেহেদী হাসান জানান, মালুমঘাট কেন্দ্রীয় মসজিদের সামনে মিনি ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফ উল্লাহ মারা যান। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ড্রামট্রাক ও ভিকটিমের অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।