কক্সবাজারে খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

২ সপ্তাহ আগে
কক্সবাজারের পেকুয়ায় খালে গোসল করতে নেমে মো. পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে পেকুয়ার  টইটং ইউনিয়নের সীমান্ত ব্রিজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত পারভেজ টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের ছেলে।


আরও পড়ুন: ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে ডুবে প্রাণ গেলো হাফেজ জুম্মনের


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, পারভেজ বিকেলে তার বন্ধুদের সঙ্গে খালের পাশে ফুটবল খেলে। খেলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ার ছরা খালে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পারভেজ আঘাতপ্রাপ্ত হলে অসুস্থ হন। তার সহপাঠীরা অনেক তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

]]>
সম্পূর্ণ পড়ুন