শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার পরপরই এয়ার অ্যাম্বুলেন্সটি কক্সবাজার বিমানবন্দর থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।
তিনি বলেন, কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী’কে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে সংস্কৃতি উপদেষ্টা সন্ধ্যায় হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপে অনুভব করার পর অসুস্থ হয়ে পড়েন বলে জানান তিনি।
ইমরান হোসাইন সজীব বলেন, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার বিকালে বিমান যোগে সরকারি সফরে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি রাত্রীযাপনের জন্য অভিজাত হোটেল ওশান প্যারাডাইসে উঠেন।
আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ফিরিয়ে এনেছে: ফারুকী
তিনি আরও বলেন, রোববার (১৭ আগস্ট) কক্সবাজারকে ‘সাংস্কৃতিক হাব’ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অংশীজনদের নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় হোটেলে অবস্থানকালে সংস্কৃতি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসক ও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, তিনি বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ ভুগছেন। তবে অসুস্থতা তেমনটা জটিল না হলেও বিপদ এড়াতে ঢাকা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, রাত সোয়া ১০টার দিকে সংস্কৃতি উপদেষ্টাকে নিতে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছায়। এরপর রাত সাড়ে ১০টার পরপরই তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
এদিকে সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার খবরে রোববার কক্সবাজারে আয়োজিত কর্মশালাটি স্থগিত করা হয়েছে বলে জানান ইমরান হোসাইন সজীব।
]]>