বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কাছে এ ঘটনা ঘটে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত গোলাম রব্বানী টিপু খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়া হোসেন শাহ রোডের মো. গোলাম আকবরের ছেলে।
পু্লিশ জানিয়েছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গোলাম রব্বানী টিপু এলাকা থেকে পলাতক রয়েছেন।
আরও পড়ুন: পল্লবীতে শাকিল হত্যার রহস্য উন্মোচন
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, রাতে কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে দিয়ে রাস্তা দিয়ে গোলাম রব্বানী টিপু হাঁটছিল। এ সময় দুর্বৃত্তরা তাকে কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক আব্দুস সালাম বাবু জানান, ঘটনার সময় তিনি গাড়ি নিয়ে হোটেল সীগালের সামনে তক্তা ব্রিজের পাশে অবস্থান করছিলেন। এসময় গুলির শব্দ শুনে তিনি ঘটনাস্থলে এক ব্যক্তিকে পড়ে যেতে দেখেন। সেখান থেকে ২ থেকে ৩ জন লোককে অন্ধকারে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। এরপর গুলিবিদ্ধ ব্যক্তিকে তার গাড়ি করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু হয় বলে জানান।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক
হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শরীফ বলেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপুসহ তিনজন মিলে হোটেল আসেন। পরে তিনি হোটেলটির ৭০০৩ নম্বর ফ্ল্যাটে উঠেন। ফ্ল্যাটটিতে গোলাম রব্বানীসহ ৩ জন অবস্থান করছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার পর গোলাম রব্বানী টিপুসহ এক নারী হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি।
]]>