বিজিবি জানিয়েছে, গত জুলাই ও আগস্ট মাসে বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসবের বাজারমূল্য ৬০ কোটি ৮৩ লাখ ১৬ হাজার ১৩২ টাকা। এর মধ্যে মাদকদ্রব্যের মূল্য ৬০ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৯১২ টাকা এবং অস্ত্র ও গোলাবারুদের মূল্য ২২ লাখ ৩৭ হাজার ২২০ টাকা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) কর্নেল মাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি কক্সবাজার রিজিয়নের তথ্য অনুযায়ী, গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অভিযানে ১৮ লাখ ৮৩ হাজার ৯২৪ ইয়াবা, ৮১৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৬৮ ক্যান বিয়ার, ১৭০ লিটার ৭৫ গ্রাম বাংলা মদ, ২ কেজি ৪২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ সময় ১৭০ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ
এছাড়া অভিযানে ৬টি একনলা বন্দুক, ১টি দুই নলা বন্দুক, ১টি বিদেশি রিভলবার, ১টি ইউজেডআই অস্ত্র, ১টি গাদা বন্দুক, ৩টি এলজি গান, ১টি পিস্তল ওয়ান শুটার, ২টি বিদেশি পিস্তল, ১টি একে-৪৭, ১টি এসএলআর, ২টি এ-৩ রাইফেল, ১টি এমএ-১, ১টি এলএম-১৬, ৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, মোট ৪৭২ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি, ১১টি খালি ম্যাগাজিন ও ৬টি খালি খোসাসহ ৫ জনকে আটক করা হয়েছে বলে জানায় বিজিবি।
কর্নেল মাফিজুর রহমান বলেন, ‘গত ১৪ জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সভার পর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। নিয়মিত চেকপোস্টের পাশাপাশি ১৪০টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এলাকায় ১৭৪টি সচেতনতামূলক সভা করে স্থানীয় জনসাধারণকে মাদক ও চোরাচালানের কুফল সম্পর্কে সচেতন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি কক্সবাজার রিজিয়ন দেশের দক্ষিণ-পূর্ব সীমান্ত দিয়ে মাদক অনুপ্রবেশ প্রতিরোধে বদ্ধপরিকর। এ অভিযানে সবার সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি।’
]]>