ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ইতিহাস গড়ল নেপাল

৪ দিন আগে
ইতিহাস গড়লো নেপাল। প্রথমবারের মতো হারাল কোনো টেস্ট খেলুড়ে দলকে। দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম অঘটনের জন্ম দিলো দক্ষিণ এশিয়ার উদীয়মান ক্রিকেটশক্তি নেপাল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শারজাহ'তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে নেপাল।


এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। জবাবে পুরো ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। 


যেকোনো ফরম্যাটেই আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটা নেপালের প্রথম জয়। ২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তখনও তারা টেস্ট স্টেটাস পায়নি।


এই প্রথম টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে নেপাল। আর প্রথম ম্যাচেই জয় পেল তারা। নেপালের এই জয় সম্পূর্ণ টিম এফোর্টে এসেছে। 

 

আরও পড়ুন: ৩ ক্যাটাগরিতে বিসিবি নির্বাচনের মনোনয়ন নিলেন ৬০ জন


টস হেরে আগে ব্যাট করা নেপাল চ্যালেঞ্জিং সংগ্রহ পায় অধিনায়ক রোহিত পাউড়েল ও কুশল মল্লার দুটি ত্রিশোর্ধ্ব এবং গুলশান ঝাঁ ও দিপেন্দ্র সিং এইরি ছোট দুটি ইনিংসে ভর করে।


পাউড়েল ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৮ ও মল্লা ২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩০ রান করেন। এছাড়া গুলশান ১৬ বলে ২২ ও এইরি ১৯ বলে ১৭ রান করেন।


জেসন হোল্ডার ৪ ওভারে ২০ রানে ৪টি, নাভিন বিদাইসি ২৯ রানে ৩টি উইকেট শিকার করেন। আকিল হোসেন ১টি উইকেট নেন।


জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ৯৪ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। আমির জাঙ্গু ১৯, আকিম অগুস্তে ১৫, কেসি কার্টি ১৬ ও বিদাইসি ২২ রান করে বিদায় নেন।


আরও পড়ুন: জয় ও দিপুর তাণ্ডবে উড়ে গেল নাইম-রিয়াদদের ঢাকা মেট্রো


শেষ দিকে ফাবিয়ান অ্যালেন ও  আকিল চেষ্টা করলেও তা পর্যাপ্ত ছিল না। আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেননি তারা। অ্যালেন ১৪ বলে ১৯ ও আকিল ৯ বলে ১৮ রান করে আউট হন।


কুশল ভুরতেল ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট শিকার করেন। এছাড়া এইরি, করন কেসি, নন্দন যাদব, ললিত রাজবংশী ও পাউড়েল ১টি করে উইকেট শিকার করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন