ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ হারিয়ে নেপালের ইতিহাস

২ দিন আগে
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নেপালের পথচলা প্রায় এক যুগ ধরে। তবে এই সময়টাতে বড় দলের বিপক্ষে খুব একটা খেলার সুযোগ মেলেনি তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজই টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে নেপালের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। আর প্রথম সুযোগেই বাজিমাত করেছে দলটি।

সিরিজে মাঠে নামার আগেই নেপালের অধিনায়ক রোহিত কুমার জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলাটা তাদের জন্য গৌরবের। বোঝাই যাচ্ছিল, নেপাল দলের কাছে উইন্ডিজদের অবস্থানটা ঠিক কত উঁচুতে। আর সেটা হবে না-ই বা কেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন যে এই দলটা। এখান থেকেই বেরিয়ে আসে বিশ্ব ক্রিকেটের নামি-দামি সব পাওয়ার হিটার।

 

ওয়েস্ট ইন্ডিজ দলকে সম্মান করলেও মাঠের ক্রিকেটে কোনো ছাড় দেয়নি নেপাল। প্রথম ম্যাচে উইন্ডিজকে ১৯ রানে হারিয়ে চমক দেয়ার পর আজ (২৯ সেপ্টেম্বর) ইতিহাস গড়েছে নেপালিজরা। দাপুটে জয়ে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারিয়েছে তারা।

 

শারজায় উইন্ডিজকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পুরো ক্রিকেটবিশ্বকে চমক দিয়েছে নেপাল। শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংস শেষে ১৭৩ রান করে নেপাল। জবাব দিতে নেমে ১৭ ওভার ১ বলে ৮৩ রানে অলআউট হয় উইন্ডিজ।

 

আরও পড়ুন: শহর অনিরাপদ মনে হলে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের হুঁশিয়ারি ট্রাম্পের


টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে নেপাল। তবে আসিফ শেখ এবং সন্দীপ জোরার ফিফটিতে ভর করে বড় সংগ্রহই পেয়েছিল দলটি। আসিফ ৪৭ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৬৮ ও সন্দীপ জোরার ৩৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ৬৩ রান করেন।

 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত তারা অলআউট হয়ে যায় ১৭.১ ওভারে ৮৩ রান করে। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট কুশল ভুর্তেলের। 

]]>
সম্পূর্ণ পড়ুন