ওয়াশিংটনে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে সামরিক ঘাঁটির কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

জয়েন্ট বেস লুইস-ম্যাককর্ড নিশ্চিত করেছে, ১৭ সেপ্টেম্বর রাতে ঘাঁটির সংলগ্ন একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনো জানানো হয়নি। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি এখনও তদন্তাধীন, তাই বিস্তারিত জানানো সম্ভব নয়।

 

আরও পড়ুন: ট্রাম্প বিশ্বের সম্রাট নন, তার সাথে কোনো সম্পর্ক নেই: লুলা

 

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ঘাঁটিটি ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টিতে অবস্থিত। তবে বৃহস্পতিবার ভোরে পাশের থারস্টন কাউন্টি শেরিফ অফিস এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানিয়েছে, সামিট লেক এলাকায় সম্ভাব্য হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা দুর্ঘটনাস্থল শনাক্ত করেছেন।

 

পোস্টে আরও বলা হয়েছে, ‘আমাদের জানানো হয়েছে যে সেনাবাহিনী ওই এলাকায় একটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ হারিয়েছে। আমরা জেবিএলএমের (জেবিএলএম) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং সহায়তার জন্য প্রয়োজনীয় সব ধরনের বাহিনী মোতায়েন করা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন