কুঁচকির ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটি আর খেলতে পারবেন না ড্যারেল মিচেল। তার বদলি হিসেবে নিউজিল্যান্ড দলে যুক্ত হয়েছেন হেনরি নিকোলস।
ব্যাট হাতে এত ভালো ফর্মে থাকা সত্ত্বেও মিচেলকে চোটের কারণে হারানো হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার।
আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ভড়কে দিয়ে প্রথম ওয়ানডে হারলো উইন্ডিজ
তিনি বলেন, 'চোটের কারণে সিরিজের শুরুতেই কাউকে হারিয়ে ফেলা সবসময়ই কঠিন, বিশেষ করে যখন আপনি ড্যারিলের মতো দুর্দান্ত ফর্মে থাকেন। এই গ্রীষ্মে এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে সে আমাদের অসাধারণ পারফর্মার, দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা তাকে মিস করব।'
এদিকে ওয়ানডে দলে না থাকলেও কিউই কোচ আশাবাদী মিচেলকে টেস্টে পাওয়া নিয়ে। আগামী মাসে শুরু হবে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজ।

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·