মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ে স্বপ্নের পরিধিটা আরো দীর্ঘ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগামী বছর নারীদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বেশ এগিয়েছে জ্যোতির দল।
ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ২১ ম্যাচ খেলে নারীরা জয় পেয়েছে ৭টিতে। হেরেছে ৯ ম্যাচ। ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আছে নিগার সুলতানা জ্যোতির দল। শীর্ষে থাকা ৬ দেশ সরাসরি খেলবে আগামী বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ভারত বিশ্বকাপে। বাকিদের পাড়ি দিতে হবে বাছাইপর্ব।
আইরিশ নারীদের হোয়াইওয়াশের পর বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ এখন ওয়েস্ট ইন্ডিজ। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে নারী দল। সে সিরিজে ক্যারিবিয় নারীদের হোয়াইটওয়াশ করতে পারলেই কোনো সমীকরণের মারপ্যাচে না গিয়েই সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে বাংলাদেশ। নয়তো খেলতে হবে বাছাইপর্ব। আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ের পর নারীদের নিয়ে আত্মবিশ্বাস বেড়েছে ক্রিকেট বোর্ডের। সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি ব্যাটিংয়ে ধারাবাহিক উন্নতি।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার বলেন, ‘এ সিরিজে আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। বোলিং ভালো হয়েছে, ফিল্ডিং ভালো হয়েছে, ব্যাটিংটা পরিস্থিতি অনুযায়ী যেমন করার দরকার ছিল, সেভাবে করেছে।’
আরও পড়ুন: আগুন ঝরানো বোলিংয়ের পর যা বললেন রানা
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশেের বিপক্ষে ভালো করাটা স্বাগতিকদের জন্য চ্যালেঞ্জিং হবে বলেও মনে করেন বাশার।
তিনি বলেন, ‘এই সিরিজের পর আমরা অনেক আত্মবিশ্বাসী। আমাদের খেলাটা ধরতে পেরেছি। এ সিরিজ যেভাবে খেললাম, আমার মনে হয় একটা ভালো পজিশন নিয়েই আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাব।’
আরও পড়ুন: বাবা-মায়ের কারণে বাধা বিপত্তি কাছে ঘেঁষতে পারেনি: জ্যোতি
নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজ ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের নয়ে।
]]>