রোববার (৯ নভেম্বর) মেডিকেল কলেজে ডিসিপ্লিন কমিটির মিটিং ছিল। সেই ডিসিপ্লিন কমিটির মিটিংয়ে সোমিক সাজিদ আসলে ছাত্ররা তাকে মারধর করে আহত করে।
সোমিক সাজিদ গাজীপুরের কাপাসিয়ার নুরুল ইসলামের ছেলে।
অভিযোগ রয়েছে, সোমিক সাজিদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।
আরও পড়ুন: নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রিকশায় শহর ঘোরালো ছাত্রদল নেতাকর্মীরা
মেডিকেলের ছাত্র এবং কলেজ সূত্রে জানা যায়, সোমিক সাজিদ এমবিবিএস চতুর্থ বর্ষের সেশন- ২০২০-২১ ছাত্র ছিলো, তার রোল নং- ৪২। তাকে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।
শিক্ষার্থীদের অভিযোগ, সোমিক সাজিদ ছাত্রলীগের কর্মী। তিনি বহিষ্কারের আদেশ পুনরায় বিবেচনা করে কমানোর জন্য আবেদন করেছিলেন। আজ ডিসিপ্লিন কমিটির মিটিং থাকায় সোমিক ওই মিটিংয়ে আসলে সেখানে থাকা ছাত্ররা তাকে মারধর করে আহত করেন। পরে আহত অবস্থায় ছাত্রলীগ কর্মী সোমিককে ভাইস প্রিন্সিপালের কক্ষে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আরও পড়ুন: চবিতে ছাত্রলীগ কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল ছাত্রদল
কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমিককে ৫ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করে কমানোর জন্য মূলত তিনি আজ ডিসপ্লিন মিটিংয়ে উপস্থিত হন। সেখানে শিক্ষার্থীরা তাকে মারধর করে পরে পুলিশে সোপর্দ করেন। সোমিককে পুলিশ কোতয়ালি থানায় নিয়ে যান।
তবে তিনি ছাত্রলীগ কর্মী কিনা এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেগুলো খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। সত্যতা পেলে সোমিকের বিরুদ্ধে যাথাযত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

২ সপ্তাহ আগে
৫






Bengali (BD) ·
English (US) ·