ওসমানী বিমানবন্দরের রানওয়ে এলাকায় যুবকের মৃত্যু

২১ ঘন্টা আগে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়,বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঐ যুবকের মৃত্যু হয় বলে জানা গেছে।

বুধবার (৮ অক্টোবর ) আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, ঐ যুবক এলাকারই বাসিন্দা।

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঐ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: চাহিদা অনুযায়ী মিলছে না টিকিট, ভোগান্তিতে সিলেটবাসীর ট্রেনযাত্রা

 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে - বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন