ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো যাচ্ছে কার্গো ফ্লাইট

২ সপ্তাহ আগে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইটের উদ্বোধন হতে যাচ্ছে রোববার (২৭ এপ্রিল)। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে বিমানবন্দর থেকে গ্যালিস্টেয়ার এভিয়েশনের মালবাহী চাটার্ড এয়ারবাস স্পেনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

ওসমানী বিমানবন্দর থেকে এই প্রথম বিদেশি কোনো উড়োজাহাজ কিংবা কার্গো ফ্লাইট চলাচল করবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বলছে এই যাত্রার মাধ্যমে ঢাকার পর বাংলাদেশের দ্বিতীয় কার্গো পরিচালনাকারী বিমানবন্দর হিসেবে নাম লেখাতে যাচ্ছে ওসমানী বিমানবন্দর।

 

ওসমানী বিমাবন্দরে বিদেশি এই কার্গো ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মালবাহী বিমানের সম্মানে জল কামান স্যালুট প্রদান করা হবে।

 

আরও পড়ুন: ওসমানী বিমানবন্দরে দুবাই থেকে অভিনব কায়দায় আনা স্বর্ণের চালান জব্দ

 

কার্গো ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান।
 

]]>
সম্পূর্ণ পড়ুন