সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ লেছেছেন, বিপ্লবী ওসমান হাদীকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণদের অনুপ্রাণিত হওয়ার তাওফিক দান করুন।
এমন মৃত্যু সত্যিই ঈর্ষণীয়। পরিণতি জেনেও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতার এরচেয়ে উত্তম উদাহরণ নিকট অতীতে বিরল। মৃত্যুভয় জয় করে শাহাদাতের এমন আকাঙ্ক্ষা লালন করতে কেবল আদর্শ মুসলিম তরুণরাই পারে। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি এমন স্বার্থক মৃত্যু দান করো।
ওসমান হাদীর মৃত্যুতে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন, আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন-- ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানিয়ে নিন।
ইসলামি বক্তা শায়খ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ লেখেছেন, হে আল্লাহ, আমার ভাই ওসমান হাদীর সকল ভুল-ভ্রান্তি ক্ষমা করে তাকে শাহাদাতের দরজা দান করুন। জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে তাকে কবুল করুন। তার এই চেতনা, ইসলাম প্রিয়তা ও দেশপ্রেমের আগুন যুগযুগান্তর ধরে অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বাংলার প্রতিটি ঘরে প্রবাহিত করে দিন।
আরও পড়ুন: শহীদরা জান্নাতের সবুজ পাখি হয়ে যা করবেন
হাদির মৃত্যুতে সংক্ষিপ্ত পোস্টে শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক লেখেছেন, জুমার দিন গুলিবিদ্ধ। জুমার দিন মৃত্যু। আল্লাহ তাঁর বান্দাকে শহীদ হিসেবে কবুল করুন!
এছাড়াও প্রফেসর মোখতার আহমদ, মাওলানা রুহুল আমিন সাদী, মুফতি মুহিউদ্দীন কাসেমী, রেজাউল করীম আবরারসহ ইসলামি অঙ্গনের অনেকেই শোক প্রকাশ করেছেন।
]]>
৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·