এ ঘটনায় বীর বাহাদুরের পাঁচ তলা বিশিষ্ট ভবনের অধিকাংশ অংশ পুড়ে যায় এবং বাসার নিচে পার্কিং এ রাখা ২টি প্রাইভেট গাড়ীসহ একটি মোটরসাইকেল পুড়ে যায়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এ ঘটনার পর থেকে জেলা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজার মাঠ এলাকাসহ জেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই উত্তেজিত ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রীর বাসার সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় এবং বাসার একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ৭ দিনের সখ্যে হাদিকে হত্যার মিশন বাস্তবায়ন, যেভাবে দেশ ছাড়ে ফয়সাল
ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ ফোর্স ও সেনা টহলের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভার:) ফারুক আহমেদ বলেন, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
এ ঘটনায় ২টি প্রাইভেট গাড়ি, ১টি মোটরসাইকেলসহ ভবনের অধিকাংশ অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হননি বলেও জানান তিনি।
বান্দরবান জেলা পুলিশ সুপার আবদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ প্রশাসনের পাশে সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·