ওয়াশিংটনে প্যারেড ইভেন্টে যোগ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

৬ দিন আগে
শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার অংশ হিসাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় একটি প্যারেড ইভেন্টে যোগ দেন৷ সাধারণত এই প্যারেড পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে ক্যাপিটল ভবন থেকে হোয়াইট হাউস পর্যন্ত যায়। কিন্তু আবহাওয়ার কারণে এই প্যারেড হবে ২০,০০০ আসন বিশিষ্ট ক্যাপিটাল ওয়ান অ্যারেনার ভেতরে। যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের কার্যালয় ক্যাপিটল ভবনের সিঁড়িতে অনুষ্ঠানের জন্য প্রায় ২৫০,০০০ টিকেট ট্রাম্পের সমর্থক এবং গণ্যমান্য ব্যক্তিদের বিতরণ করা হয়েছিল। কিন্তু, ট্রাম্পের অনুরোধে অভিষেক অনুষ্ঠান যুক্তরাষ্ট্র ক্যাপিটল ভবনের ভেতরে নেয়ার ফলে মাত্র ৬০০ মত মানুষ সরাসরি ট্রাম্পকে শপথ নিতে দেখবেন। ক্যাপিটল ভবনের অনুষ্ঠানে ডনাল্ড ট্রাম্প ওয়াশিংটন সময় বেলা ১২টা বেজে ২ মিনিটে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
সম্পূর্ণ পড়ুন