ওয়ান ইলেভেনের কুশিলবরা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে: দুলু

১ সপ্তাহে আগে
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ওয়ান ইলেভেনের কুশিলবরা আবারও নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এদেশের ছাত্র-জনতা হাজারো প্রাণের বিনিময়ে দুর্নীতিবাজ, ভোটচোর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সেই গণতন্ত্র বিতর্কিত করার চেষ্টা চলছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নাটোর জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

 

এসময় দুলু বলেন, ‘যারা ওয়ান ইলেভেন এনেছিলো তারা দেশ ছেড়ে পালিয়েছে। যারা ওয়ান ইলেভেন আনতে সাহায্য করেছিল তারা এখনো বাংলাদেশে রয়েছে। এই ষড়যন্ত্রকারীরা আগামী দিনে যেন বাংলাদেশে ভোট না হয়, গণতন্ত্র বিপন্ন হয়, দেশের স্বাধীনতা বিনষ্ট হয় সেই চেষ্টা করছে। তাদের ষড়যন্ত্র আর দেশের মানুষ সফল হতে দিবে না।’

 

আরও পড়ুন: সবাইকে নিয়ে ভালো থাকতে চায় বিএনপি: আফরোজা আব্বাস

 

নাটোর উপশহর মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

]]>
সম্পূর্ণ পড়ুন