মঙ্গলবার (১৫ জুলাই) ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে ধরেন ভুক্তভোগীরা। অভিযোগ করেন, ফ্যাসিবাদি আওয়ামী সরকারের ক্ষমতাকালে ওমানে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারা।
বলেন, বিএনপির পরিচয়ে অনুষ্ঠান করা, দূতাবাসের কর্মকর্তাদের ও ওমান বাংলাদেশ স্কুলের অনিয়ম নিয়ে সোচ্চার হওয়ায় তাদের দুষ্কৃতিকারী হিসেবে অভিযোগ দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়। এখনো ওমানে আওয়ামী দোসররা সক্রিয় বলেও অভিযোগ করেন তারা।
আরও পড়ুন: ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
এসব প্রবাসীরা বিভিন্ন সময়ে দেশে ফেরেন। সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদের দোসর ও জোর করে দেশে ফেরত পাঠানোর অন্যতম কারিগর হিসেবে অনেকের বিরুদ্ধে অভিযোগ করেন ও তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
এছাড়া ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে।