ওভালে জয় পেতে ইংলিশদের বদলাতে হবে ১২৩ বছরের পুরনো ইতিহাস

৩ দিন আগে
যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি ও নাইটওয়াচম্যান আকাশদীপের অর্ধশতকে গতকাল ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল ইংল্যান্ড। শনিবার (২ আগস্ট) তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দরের অর্ধশতক ও ধ্রুব জুরেলের ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিয়েছে ভারত। ওভাল টেস্ট জিততে হলে ইংলিশদের গড়তে হবে এই স্টেডিয়ামে রান তাড়ার নতুন রেকর্ড।

ওল্ড ট্রাফোর্ড টেস্টের তৃতীয় দিনে ভারত অলআউট হওয়ার আগে ৩৯৬ রান সংগ্রহ করেছে। এদিন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ৫৩ রান করে করেছেন। এছাড়া ধ্রুব জুরেলের ব্যাট থেকে এসেছে ৩৪ রান।


এই ইনিংসে ৩০ ওভারে ১২৫ রান দিয়ে জশ টাং ৫ উইকেট শিকার করেছেন। গাস অ্যাটকিনসন ৩টি ও জেমি ওভারটন ২ উইকেট শিকার করেন।


জয়ের জন্য চতুর্থ ইনিংসে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়িয়েছে ৩৭৪ রান।


আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিত করল পাকিস্তান


এই সিরিজেই হেডিংলিতে ভারতের দেয়া ৩৭১ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছিল ইংল্যান্ড। তবে, ওভালে জয় পেতে ইংলিশদের নতুন ইতিহাস গড়তে হবে। ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ১৯০২ সালে ইংলিশরা এই কীর্তি গড়েছিল। ১২৩ বছর আগে সেই ম্যাচে তারা জয় পেয়েছিল ১ উইকেটে।


দিনের শেষভাগে রান তাড়া করতে নেমে ইংলিশরা জ্যাক ক্রাওলির উইকেট খুইয়েছে। ১৪ রান করে সিরাজের শিকারে পরিণত হন ক্রাওলি। তার বিদায়ের পরই দিনের খেলা শেষ হয়। ইংল্যান্ডের সংগ্রহ ১৩.৫ ওভারে ৫০ রান। জয়ের জন্য এখনও দরকার ৩২৪ রান। বেন ডাকেটের সংগ্রহ ৩৪ রান। 

]]>
সম্পূর্ণ পড়ুন