সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে বৃহস্পতিবার (৩১ জুলাই) ওভালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। মাঠের লড়াইয়ে উত্তাপ ছড়ানোর আগেই বিতর্কিত কাণ্ডে উত্তাপ ছড়ালেন ভারতের কোচ গম্ভীর।
মঙ্গলবার (২৯ জুলাই) ওভালে প্রথম অনুশীলন ছিল ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, মাঠে যাওয়ার পর সেখানকার ব্যবস্থা দেখে খুশি হতে পারেননি গম্ভীর। মাঠ কর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেগে যান গম্ভীর। আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করেন তিনি। বার বার চিৎকার করে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।’
আরও পড়ুন: ৮ বলে ৫ উইকেট নিয়ে ফিনল্যান্ডের ক্রিকেটারের বিশ্বরেকর্ড
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে সেখানে ছুটে আসেন সীতাংশু কোটাক-সহ ভারতের বাকি সহকারী কোচেরা। তারা গম্ভীরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। গম্ভীরের এমন আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন ওভালের মাঠ কর্মীরা। তারা হুমকি দিয়েছেন অভিযোগ দায়েরের। তাতেও নাকি নিজের অবস্থান থেকে সরেননি গম্ভীর। তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আপনারা গিয়ে যা খুশি করতে পারেন। কিন্তু আমরা কী করব সেটা বলতে পারেন না।’
গম্ভীরের এমন আচরণ অবশ্য নতুন নয়। খেলোয়াড়ি জীবনে একাধিকবার প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। সবশেষ আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন মাঠেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির সঙ্গে তার বিবাদ হয়েছিল। তার জন্য শাস্তিও পেতে হয়েছিল গম্ভীরকে। ভারতীয় দলের প্রধান কোচ হয়েও বদলায়নি তার আচরণ।
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ডের ম্যাচে পাকিস্তানের জার্সি পরে আসায় বাধার মুখে দর্শক
অবশ্য গম্ভীরের মেজাজ হারানোর কারণও আছে। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। সিরিজ বাঁচাতে হলে যেকোনো উপায়ে শেষ ম্যাচটি জিততে হবে তাদের। তাই মাঠ পর্যবেক্ষণ করতে গিয়ে ওখানকার কর্মীদের কোনো নির্দেশনা নিয়ে চটেছিলেন তিনি।