অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। সিরিজ হার এড়াতে ওভালে শেষ টেস্টে ভারতের জয়ের বিকল্প নেই। মহাগুরুত্বপূর্ণ এই টেস্ট দিয়েই সাদা পোশাকে ভারতীয় দলে অভিষেক হতে যাচ্ছে আর্শদীপ সিংয়ের।
ম্যানচেস্টার টেস্টের আগে আর্শদীপের হাতে পাওয়া চোটে সেলাই লেগেছিল, কিন্তু আজ ঐচ্ছিক নেট সেশনে পুরোদমে বোলিং করেছেন তিনি। জানা গেছে, শেষ দুটি টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের, তবে সেই হাতের চোট তাকে চতুর্থ টেস্টে অনুপলব্ধ করে তোলে। এখন যখন অর্শদীপ সিং একাদশে ঢুকছেন এমন সম্ভাবনা প্রবল, ভারতীয় বোলিং কম্বিনেশন আবার নতুনভাবে সাজাতে হতে পারে।
মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ হতে পারেন বাকি দুই পেসার, আর জাসপ্রিত বুমরাহকে নিয়ে পরে সিদ্ধান্ত নেয়া হতে পারে, যদি টিম ম্যানেজমেন্ট প্রয়োজন মনে করে।
আরও পড়ুন:ওভাল টেস্টের আগে মাঠকর্মীদের সঙ্গে বিবাদে জড়ালেন গম্ভীর
আর্শদীপের শৈশবের কোচ যশবন্ত সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেন, 'দেশের হয়ে লাল বলের ক্রিকেট খেলাই একজন ক্রিকেটারের চূড়ান্ত স্বপ্ন। অর্শদীপের ক্ষেত্রেও তাই। ও এখন পরিপক্ব। ওর একটা সুযোগ পাওয়া উচিত লাল বলে খেলার। ও এমন ব্যালান্স আনতে পারে যা ভারত দীর্ঘদিন ধরে খুঁজে ফিরছে।'
'ও ধৈর্য নিয়ে কঠিন পরিশ্রম করে এসেছে। আমাকে হয়তো পক্ষপাতদুষ্ট মনে হতে পারে, কিন্তু ও সত্যিই টেস্ট ক্যাপ পাওয়ার যোগ্য। যদি ইংল্যান্ডে না হয়, তাহলে আর কোথায়?'—যশবন্ত যোগ করেন।
টাইমস অব ইন্ডিয়ার মতে, উভয় দিকেই বল সুইং করানোর অসাধারণ ক্ষমতা এবং ধারাবাহিকভাবে লেংথে বল ফেলার দক্ষতা মিলিয়ে অর্শদীপ সিং সম্ভবত জাহির খানের পর ভারত যেমন খুঁজছিল, তার সবচেয়ে কাছাকাছি এক পেসার। ওভালে তিনি কেমন করবেন, তা সময়ই বলে দেবে। কিন্তু একটা ব্যাপারে নিশ্চিত হওয়া যায় জার্সির ভার বা মঞ্চের ভয় অর্শদীপের থাকবে না।
২৬ বছর বয়সী আর্শদীপ ভারতের হয়ে এরই মধ্যে ৬৩টি টি-টোয়েন্টি এবং ৯টি ওয়ানডে খেলে ফেলেছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। টুর্নামেন্টে ১৭ উইকেট শিকার করে যুগ্মভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯তম ওভারে বল করতে এসে মাত্র ৪ রান দিয়ে ভারতকে জয়ের পথে এগিয়ে দেন এই বাঁহাতি।