ওজনে মিষ্টি কম দেয়া নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

৪ সপ্তাহ আগে
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিষ্টির দোকানে ওজনে কম দেয়া নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার সন্দলপুর ও কালিয়ারভাঙা গ্রামের লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কালিয়ারভাঙা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকানে মিষ্টি কিনতে যান। এ সময় মিষ্টির ওজন কম দেয়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

 

পরে বিষয়টি নিয়ে সাদমান তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। এর জের ধরে রাত ৭টার দিকে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

আরও পড়ুন: খুলনা জেলা কারাগারে ‘শীর্ষ সন্ত্রাসী’ ২ গ্রুপের সংঘর্ষ

 

ঘণ্টাব্যাপী টর্চ লাইট জ্বালিয়ে চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে, গুরুতর কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন: বিএনপির দুগ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহতের ঘটনায় কারাগারে ৫

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন