ঐকমত্যে না আসা হতাশার, মানুষ আস্থা হারাবে: সালাহউদ্দিন আহমেদ

২ সপ্তাহ আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ ও নির্বাচন নিয়ে বিএনপি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আাপকালে তিনি এ কথা জানান।

 

সালাহউদ্দিন বলেন, পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপি সেই দাবিই আবারো জানিয়েছে। তবে মেয়াদ এবং বারের বিতর্কে না থেকে সর্বোচ্চ বছর উল্লেখ করার কথা আমরা বলেছি। নির্দিষ্ট কত বছর সেটি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

 

এছাড়া সাংবিধানিক কাউন্সিল এবং উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আগামী দুইদিন দলীয় ফোরামে আলোচনা করে পরে তা বৈঠকে তোলা হবে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

 

এছাড়া কমিশনের পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং গণতন্ত্র মূলনীতি করার প্রস্তাবনা এসেছে জানিয়ে তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থানের মূলনীতি চায় বিএনপি। যেখানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রয়েছে, বিসমিল্লাহ আছে ও ধর্ম নিরেপক্ষতা নেই। এরসঙ্গে ৪টি শব্দ যুক্ত হতে পারে বলে মত বিএনপির।

 

আরও পড়ুন: সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে: হাইকোর্ট

 

তবে এসব বিষয়ে ঐকমত্য হয়নি উল্লেখ কবরে সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্যে না আসা গেলে, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারাদিন আলোচনা করে কোনো ফলাফলে না আসতে পারার বিষয়টি হতাশাব্যাঞ্জক। আমরা প্রত্যশা করি, মিনিমাম একটি জায়গায় যাতে আসা যায়, কারণ ঐকমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিবিদদের ওপর আস্থা হারাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন