বুধবার (৮ অক্টোবর) রাতে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক শেষে এ কথা জানান আলী রীয়াজ।
তিনি বলেন, আজ আলোচনার সমাপ্তি। তবে কমিশনের আরও কিছু কাজ আছে।
আরও পড়ুন: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচনের আগেই গণভোট চায় জামায়াত
অধ্যাপক আলী রীয়াজ জানান, আদেশ জারি করে গণভোট করতে হবে। দুটি প্রশ্ন থাকবে, একটি ঐকমত্য হওয়া বিষয়, অন্যটি নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে। আগামী সংসদ নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদের সংশোধন সমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নানারকম মত আছে। এর সবগুলো সমন্বয় করে দুয়েকদিনের মধ্যে সরকারকে প্রস্তাবনা দেব। আগামী ১৫ তারিখ বা ১৭ তারিখের মধ্যে ঐতিহাসিক দলিলের স্বাক্ষর অনুষ্ঠান হবে।
আরও পড়ুন: ৩১ দফা না জুলাই সনদ অগ্রাধিকার নিয়ে যা বললেন তারেক রহমান
১৮-১৯ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
]]>