ঐকমত্য কমিশন বিশ্বাস ভঙ্গ করেছে: সাইফুল হক

৩ সপ্তাহ আগে
জাতীয় ঐকমত্য কমিশন বিশ্বাস ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে গণসংহতি আন্দোলনের সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, চরম বুদ্ধিমান মানুষরা নির্বুদ্ধিতার পরিচয় দেয়, ঐকমত্য কমিশন এবার সেই পরিচয় দিয়েছে। তাদেরকে মাথায় উঠিয়ে রেখেছিলাম, এখন তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দেয়া হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক।

 

আরও পড়ুন: ১৪ মাস পরও প্রশ্ন ওঠে–দেশে সরকার আছে না নাই: সাইফুল হক

 

সাইফুল হক বলেন, 

কমিশন বিশ্বাস ভঙ্গ করেছে। তারা রাজনৈতিক বিভেদকে উসকে দিচ্ছেন কি না, এখন সেটি নিয়ে প্রশ্ন। কিন্তু অধিকাংশ দলের মত অনুযায়ী, গণভোট ও জাতীয় নির্বাচন একইদিনে হতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

 

মানুষের প্রত্যাশার দিকে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, বিশেষ দলের দিকে পক্ষপাত থাকার কারণ নেই। এখতিয়ারের বাইরে যেয়ে সংবিধান পরিবর্তনে নির্বাহী আদেশের দিকে না যাওয়ার আহবান জানাই। একটি ভুল সিদ্ধান্ত দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে।

 

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার দুর্বল ও অকার্যকর: সাইফুল হক

 

তিনি আরও বলেন, সবচেয়ে বড় সংস্কার হবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। তা না হলে বড় সংকট তৈরি হবে। অনেকে আশঙ্কা করছেন, দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। 

]]>
সম্পূর্ণ পড়ুন