তাতে প্রথমার্ধ শেষে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে গেলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। শনিবার (১৫ নভেম্বর) লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-সেনেগাল।
এদিন প্রথমার্ধে আক্রমণে আধিপত্য ছিল ব্রাজিলের। তবে সেলেসাওদের বেশিরভাগ আক্রমণই রুখে দিয়েছেন গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। অন্যদিকে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি সেনেগাল। সাদিও মানে, কউলিবালিরা ছিলেন নিজের ছায়া হয়ে। বল পায়ে আক্রমণের চেয়ে তারা শারীরিক ভাষাতেই বেশি আক্রমণাত্মক ছিলেন।
ব্রাজিলের আক্রমণের শুরুটা হয়েছিল দ্বিতীয় মিনিট থেকেই। তবে বক্স থেকে নেয়া ভিনিসিউসের শট ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দ মেন্ডি। চতুর্থ মিনিটে ফের সুযোগ তৈরি হয়েছিল সেলেসাওদের সামনে। তবে দুই দফায় চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় তারা। ভিনিসিউসের ক্রস বক্সে পেলেও দুর্বল শটে হতাশ করেন এস্তেভাও উইলিয়ান। এরপর ম্যাথিউস কুনিয়ার নেয়া শট বার ঘেঁষে বাইরে চলে যায়। পরের মিনিটে এস্তেভাওয়ের ফ্রি-কিক বক্সে পেয়ে হেড নিয়েছিলেন ক্যাসেমিরো। তবে সেটি সরাসরি চলে যায় মেন্ডির হাতে। নবম মিনিটে ক্যাসেমিরোর পাস পেয়ে দ্রুত পাল্টা আক্রমণে উঠে বক্সে ঢুকে ভিনির নেয়া শট ডানে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক। কপালটা কিছুটা খারাপও বলা যায় কুনিয়ার। ১৭তম মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে ক্যাসিমিরোর শট ছয় গজ দূরত্ব থেকে হেড নিয়েছিলেন কুনিয়া। সেটি মেন্ডিকে পরাস্ত করলেও বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্টের উপরের অংশ। তাতে আরও একটি গোল থেকে বঞ্চিত হয় সেলেসাওরা।
আরও পড়ুন: মেক্সিকোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় আর্জেন্টিনার
২৭তম মিনিটে আরও একটি দারুণ আক্রশণ শাণিয়েছিল ব্রাজিল। মাঝমাঠ থেকে ভিনির বাড়ানো পাস দখলে নিয়ে দ্রুত বক্সে ঢুকে শট নিয়েছিলেন রদ্রিগো। তবে তার অনিয়ন্ত্রিত শট ঠেকিয়ে দেন মেন্ডি। তবে পরের মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে নেয়া এস্তেভাওয়ের জোরালো শট আর ঠেকাতে পারেননি মেন্ডি। ক্যাসেমিরোর পাস বক্সে সেনেগালের এক ডিফেন্ডারের পায়ে লাগার পর নাগালে পেয়ে কাজে লাগান এস্তেভাও।
৩৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। বক্সের খানিকটা বাইরে থেকে রদ্রিগোর নেয়া ফ্রি-কিক ক্রস বক্সের ছয় গজ দূরত্বে অরক্ষিত পেয়ে দেখেশুনে কোনাকুনির শটে জালে জড়ান এ মিডফিল্ডার।
৪৫তম মিনিটে গোল শোধের সুযোগ এসেছিল সেনেগালের সামনে। তবে ব্রাজিলের রক্ষণের নৈপুণ্যে একাধিকবার শট নিয়েও ব্যর্থ হয় সেনেগালিজরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে দারুণ একটি সেভ দিয়ে ব্রাজিলের জাল অক্ষত রাখেন গোলরক্ষক এদেরসন মোরালেস। আর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ফ্রি-কিক পেলেও কাজে লাগাতে পারেননি সাদিও মানে।
আরও পড়ুন: পেলের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এমবাপ্পের ৪০০ গোল
২০২৩ সালে সবশেষ দেখায় লিসবনে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। আনচেলত্তির অধীনে এবার সে প্রতিশোধ নেয়ার পালা ভিনিদের।
]]>

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·