এসএসসিতে বৃত্তি পেলেন যারা, তালিকা দেখুন

১ সপ্তাহে আগে
এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সব শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা সংবলিত গেজেট প্রকাশ করা হয়েছে।


জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসিক ৬০০ টাকা এবং বছরে এককালীন ৯০০ টাকা পাবেন। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। বৃত্তি প্রদানের জন্য বাজেট থেকে রাজস্ব খাতের ‘বৃত্তি-মেধাবৃত্তি’ বরাদ্দ করা হয়েছে।


এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া নিয়মিত শিক্ষার্থীরা মেধাবৃত্তি পেয়েছেন। সাধারণ বৃত্তি পেয়েছেন বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার দুজন ছাত্র ও দুজন ছাত্রী।
 

আরও পড়ুন: অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ


এ ছাড়া মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানার একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে।


শিক্ষার্থীরা জানান, এই বৃত্তি তাদের পড়াশোনা চালিয়ে নেয়ার ক্ষেত্রে সহায়ক হবে এবং শিক্ষার প্রতি উৎসাহ বাড়াবে।


বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখেতে এখানে ক্লিক করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন