এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ বিএনসিসি ক্যাডেটদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

১ সপ্তাহে আগে
এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফলের জন্য ৩২৩ সদস্যকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।

পড়া-লেখার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবকমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেও ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী সদস্যদের জন্য বুধবার (১৯ নভেম্বর) বিএনসিসি সদর দফতরের তত্ত্বাবধানে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ। এছাড়া রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ ইসহাক ও রমনা রেজিমেন্টের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

 

সম্মানিত প্রধান অতিথি এসএসসিতে ভালো ফলাফলের জন্য ৬৯ জন এবং এইচএসসি উত্তীর্ণ ২৫৪ জন ক্যাডেটের হাতে বৃত্তি এবং সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। 

 

আরও পড়ুন: বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার 
 

]]>
সম্পূর্ণ পড়ুন