বিষয়টি নিশ্চিত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। ওসিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৮ এপ্রিল, সোমবার নাগোয়া সিটি হলে আইচি-নাগোয়া এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির ৪১তম বোর্ড সভায় ক্রিকেট এবং মিক্সড মার্শাল আর্টস রাখার বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন হয়েছে।’
২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট থাকছে। সেটাকে মাথায় রেখেই ওসিএ’র এশিয়ান গেমসে ক্রিকেট রাখার বিষয়ে সিদ্ধান্ত। সিদ্ধান্ত হলেও অলিম্পিক কমিটির অনুমোদন লাগবে।
আরও পড়ুন: লঙ্কান লিগে তাসকিন ও হৃদয়ের দলের চুক্তি বাতিল
জাপানে এশিয়ান গেমস ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৪ অক্টোবর পর্যন্ত চলবে। মোট ৪১টি ইভেন্টে অংশ নেবেন ১৫ হাজার ০০০ ক্রীড়াবিদ।
২০২২ সালের মতো ২০১০ ও ২০১৪ সালের এশিয়ান গেমসেও ক্রিকেট ছিলো। পুরুষদের বিভাগে বাংলাদেশ ২০১০ সালে সোনা, ২০১৪ ও ২০২২ সালে ব্রোঞ্জ জিতে। ২০১৪ সালে স্বর্ণ জিতে শ্রীলঙ্কা। নারীদের বিভাগে বাংলাদেশ প্রথম দুবার রুপা ও তৃতীয়বার ব্রোঞ্জ জয় করে। ২০২২ সালে দুই বিভাগেই ভারত স্বর্ণ জিতে।