অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। তার আগে চট্টগ্রামে ২০ দিন নিবিড় অনুশীলন করবেন আফঈদারা। তারপর ২৪ ও ২৭ অক্টোবর দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে পিটার বাটলারের শিষ্যরা।
ক্যাম্পের জন্য ৪৩ জনকে বাছাই করেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার জেমস বাটলার। তবে এই মুহূর্তে সবাইকে একসঙ্গে পাচ্ছেন না কোচ। ক্যাম্পে ডাক পাওয়া ৪৩ জনের মধ্যে ১০ জন আছেন ভুটানে, আর ৪ জন অনূর্ধ্ব-১৭ দলের। যে কারণে ২৯ জনকে নিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে অনুশীলন শুরু করবেন কোচ।
চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২০ দিন নিবিড় অনুশীলন করবেন মেয়েরা। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, ‘আমরা মেয়েদের জন্য ২০ দিনের একটা এক্সক্লুসিভ ক্যাম্পের ব্যবস্থা করেছি, চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। আজকে থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সেখানে থাকবে মেয়েরা। ১৭ তারিখ ঢাকায় ফিরবে। এরপর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে।’
আরও পড়ুন: ইসরাইলকে নিষিদ্ধ করতে ফিফা-উয়েফাকে চিঠি তুর্কি ফুটবল প্রধানের
এশিয়ান কাপের প্রস্তুতির জন্য এ বছরের শেষ দিকে একটা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বাফুফে। যদিও আজারবাইজান প্রস্তুত আছে, তবে আরেকটা দল এখনো নিশ্চিত নয়।
কিরণ বলেন, ‘নভেম্বর-ডিসেম্বরে একটা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবো। আজারবাইজান প্রস্তুত আছে, আরেকটা দল কে হবে, তা নিয়ে কথা হচ্ছে। অনেকগুলো দলের সঙ্গে কথা হচ্ছে, যেহেতু এখনো অনেক সময় আছে, তাই দেখা যাক, কাকে পাই।’
জাপানে কয়েক দিন অনুশীলন করার ভাবনাও ছিল বাংলাদেশের। কিন্তু অক্টোবরের ফিফা উইন্ডোতে জাপানের ব্যস্ততা থাকার কারণে সেটি হচ্ছে না বলেও জানিয়েছেন কিরণ।
‘আমরা জাপানে অনুশীলনের ব্যবস্থা করছিলাম, কিন্তু ফিফা উইন্ডোর কারণে সেটি হচ্ছে না। ওই সময়ে আমরা দেশে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবো। চেষ্টা করছি (সবকিছু করার), কিন্তু না পারলে তো কিছু করার নেই। এশিয়া কাপে যারা জানতো কোয়ালিফাই করবে, তারা এক বছর আগে থেকে সব পরিকল্পনা তৈরি করে এগিয়েছে। কিন্তু আমরা কোয়ালিফাই করবো, সেটা জানতাম না। যে কারণে সব কিছুতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।’
আরও পড়ুন: রোনালদো-হলান্ডের রেকর্ড ভেঙে কেইনের শততম গোল
ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নীলা, রূপনা চাকমা ও স্বপ্না রানী- এই ১০ জন আছেন ভুটানে। যে কারণে তারা ক্যাম্পে যোগ দিবেন পরে।
সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা খাতুন, মাতসুশিমা সুমাইয়ারা ডাক পাননি ক্যাম্পে। তবে তাদের সামনে সুযোগ আছে নিজেদের সামর্থ্য নতুন করে প্রমাণের। তারা নাসরিন একাডেমির হয়ে আগামী নভেম্বরে নেপালে অনুষ্ঠেয় উইমেন্স সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন। কিরণ চাইছেন, ক্যাম্পে থাকা অন্যদেরও নাসরিনের হয়ে ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ করে দিতে।
‘নাসরিনের খেলোয়াড়েরা তো খেলবেই (ক্লাব চ্যাম্পিয়নশিপে)। এর বাইরে যে ৮ বা ১০ জন আছে, ওরাও যেন খেলতে পারে, সে বিষয়ে আমি পিটারকে বলবো। আমি চাই, নেপালে গিয়ে খেললে দেশের জন্য ভালো হবে।’
]]>