এশিয়া কাপের ফাইনালে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

৩ দিন আগে
প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। তবে ফাইনালে মাঠে নামার আগে কাগজে-কলমে পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে ভারত।

সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ভারতের চেয়ে অনেকটা পিছিয়েই আছে পাকিস্তান। আবার যদি অতীতের হিসেব টেনে আনা হয়, তাহলে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়েছিল তারা। 

 

এবারের পুরো টুর্নামেন্টজুড়েই পাকিস্তান দল ছিল বিবর্ণ। গ্রপ পর্ব এবং সুপার ফোর পর্বে দুবার মুখোমুখি হয়েছিল তারা, কিন্তু দুটি ম্যাচেই ভারতের কাছে হেরেছে সালমান আগার দল। তবে পুরো আসরে যাই হোক না কেন, ফাইনালে জ্বলে ওঠার দৃষ্টান্ত তাদের আছে। ১৯৯২ বিশ্বকাপ আর ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, দুটিতেই জ্বলে ওঠেছিল পাকিস্তান।

 

এবারের এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স যাচ্ছে তাই। অন্যদিকে রীতিমতো আকাশে উড়ছে ভারতীয় দল। একই টুর্নামেন্টে ইতোমধ্যে দুবার মুখোমুখি হয়েছে তারা, দুবারই হেরেছে পাকিস্তান। শুধু তাই নয়, ক্রিকেট ইতিহাসে দুই দলের কেউই কোনো দলকে টানা ৫ ম্যাচের বেশি হারাতে পারেনি, কিন্তু ভারত এবার সেই রেকর্ড ভেঙেছে। পাকিস্তানকে সবশেষ টানা ৬ ম্যাচেই হারিয়েছে ভারতীয়রা। 

 

তবে এবার দেখার বিষয়, রাতে এশিয়া কাপের ফাইনালে দুই দল কোন একাদশ নিয়ে মাঠে নামবে। তবে ফাইনালে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। সবশেষ বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে পাকিস্তান মাঠে নেমেছিল, সেই একাদশ নিয়েই আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে তারা। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে ফখর জামানের খেলার সম্ভাবনাই বেশি। 

 

আরও পড়ুন: লিটনের ইনজুরিতে কপাল খুলল সৌম্যর

 

তিন নম্বরে খেলতে পারেন সাইম আইয়ুব। এশিয়া কাপে ৬ ম্যাচে মাত্র ২৩ রান করেছেন এই বাঁহাতি, যার মধ্যে ৪ ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। তবুও আজ একাদশে থাকতে পারেন তিনি। 

 

টপ-অর্ডারে এই তিন ব্যাটারের পজিশন মোটামুটি ঠিকঠাক, তবে বাকিদের কে কোথায় ব্যাটিং করবে, সেটা ঠিক নেই। দ্রুত উইকেট হারালে চারে আসতে পারেন অধিনায়ক সালমান আগা। নইলে হুসেইন তালাত, মোহাম্মদ হারিসদের দেখা যেতে পারে। 

 

বাংলাদেশ ম্যাচে ৫৫ রানে পাকিস্তান ৫ উইকেট হারিয়েছিল। সেখান থেকে পাকিস্তানের রানকে ১৩৫-এ নিয়ে যান শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। পাকিস্তানের মূল ব্যাটসম্যানদের যে ফর্ম তাতে ভারত ম্যাচেও এরাই পাকিস্তানের ভরসা।   

 

পাকিস্তানের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে হারিস রউফ, স্পিনার আবরার আহমেদও আছেন। এবারের এশিয়া কাপে ৫.০২ ইকোনমি রেটে বল করছেন আবরার। কমপক্ষে আট ওভার করা কোনো বোলারের ইকোনমি ৬-এর নিচে নেই। আবরারকে স্পিনে সঙ্গ দেবেন সাইম ও নেওয়াজ। আর পেস বোলিংয়ে আফ্রিদি, রউফকে সহযোগিতা করবেন ফাহিম ও তালাত। 

 

আরও পড়ুন: বিসিসিআই সভাপতি হলেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং পরামর্শক

 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি। 

 

ফাইনালে ভারতের একাদশে অবশ্য পরিবর্তন আসতে যাচ্ছে। সর্বশেষ শ্রীলঙ্কা ম্যাচে বিশ্রামে ছিলেন যশপ্রীত বুমরা। এই ম্যাচে ফিরবেন তিনি। ফিরতে পারেন অলরাউন্ডার শিভম দুবেও। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন অর্শদীপ সিং ও হার্ষিত রানা। 

 

তবে শ্রীলঙ্কা ম্যাচে চোটে পড়া হার্দিক পান্ডিয়ার ফাইনাল খেলা নিয়ে শঙ্কা আছে। তিনি ফাইনালে না খেলতে পারলে ভারতের জন্য বড় ধাক্কা হবে। সে ক্ষেত্রে একাদশে অর্শদীপ বা হার্ষিতের যেকোনো একজনকে একাদশে রাখতে হবে। 

 

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া/অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, শিবম দুবে, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

]]>
সম্পূর্ণ পড়ুন