শনিবার (৬ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে দুবাইয়ে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। সেই ভিডিওতে অলরাউন্ডার শিভাব দুবে জানিয়েছেন কোচের বার্তা।
দুবে বলেন, 'কোচ বলেছেন যে, যখনই দেশের হয়ে খেলবে, তখনই নতুন কিছু করার সুযোগ থাকবে। সুযোগটি ভালোভাবে কাজে লাগাতে হবে, ঠিকভাবে অনুশীলন করো এবং আরও ভালো ক্রিকেটার হয়ে ওঠো।'
আরও পড়ুন: এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটারদের চুলে বাহারি ছাঁট
বিসিসিআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দীর্ঘ বিরতির পর একসঙ্গে ঘাম ঝরাচ্ছেন সহ-অধিনায়ক শুভমান গিল, জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, কুলদিপ যাদবসহ সিনিয়ররা। ইংল্যান্ডের মাটিতে ২-২ ব্যবধানে টেস্ট সিরিজ ড্রয়ের পর এটিই তাদের প্রথম একত্রে অনুশীলন।
দলের সেরা বোলার বুমরাহকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা অনেক। গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর এই সংস্করণে ভারতের হয়ে আর খেলেননি তিনি। এবার এশিয়া কাপে ফিরতে মুখিয়ে আছেন ৩১ বছর বয়সি এই পেসার।